reporterঅনলাইন ডেস্ক
  ২৯ মার্চ, ২০২৩

টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের ৫ দিনব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণ

যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী কর্মকর্তা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ ) বেলা ১১টায় ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ হলরুমে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রথম ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যশোর অঞ্চল কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপপরিচালক ড. মো. ফেরদৌস আহমেদ, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দরিদ্র হ্রাসকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোসা. আখতার জাহান কাকন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোকন কুমার সরকার। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা মাসুম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির এডিডি আরিফ মোহাম্মদ মোজাকের, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিভাস চন্দ্র সাহা, ঝিনাইদহের উপপরিচালক আজগর আলী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close