reporterঅনলাইন ডেস্ক
  ২২ মার্চ, ২০২৩

নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৬ হাজার কেজি মা ইলিশ জব্দ

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাসব্যাপী অভয়াশ্রম এলাকায় জাটকা রক্ষার কার্যক্রমণ্ড২০২৩ পরিচালিত হচ্ছে। অভয়াশ্রম রক্ষার কার্যক্রম চলাকালীন মৎস্য আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ এবং কেনা-বেচা নিষিদ্ধ থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ মার্চ) ভোর ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর থেকে ঢাকাগামী একটি পিকআপ তল্লাশি করে ৬০০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। এ সময় জব্দকৃত ইলিশের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. ফরিদা ইয়াসমিন। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ইলিশ স্থানীয় মাদরাসা, এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close