কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০৮ ফেব্রুয়ারি, ২০২৩

কোটালীপাড়ায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এই পিঠা উৎসব শেষ হয়। সোমবার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলা একাডেমিক চত্বরে এ পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এ সময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, শেখ হাসিনা আদর্শ সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ ভাবুক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে স্টলগুলোতে চিতই, ভাপা, ফুল পিঠা, শামুক পিঠা, পুলি, নারিকলের তক্তি, খাজা পাকন, নারিকেল নাক, শিমফুল, চাঁন্দোসা, সবজি কুলি, তারা, কলা, কাঁঠাল, পাটি সাপটা, বৈশাখী, আঙ্গুরী, সংসারী, লবঙ্গসহ, ধান পিঠা শতাধিক প্রকার পিঠা তৈরি করা হয়। কবি মিন্টু রায় বলেন, এক দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে পিঠাপুলির আয়োজন। এই দুই আয়োজনে বর্ণিল সাজে সেজেছে পুরো শিল্পকলা একাডেমির চত্বর। এটি সত্যি মনোমুগ্ধকর। রোভার স্কাউট লিডার অমিত হাসান বলেন, আমরা রোভার স্কাউট থেকে পিঠাপুলির বিক্রির একটি স্টল দিয়েছি। আমাদের এই স্টলে ৫০ থেকে ৬০ প্রকারের পিঠা রয়েছে। আমরা সব শ্রেণির ক্রেতার কথা চিন্তা করে প্রকারভেদে এক একটি পিঠা ৫ থেকে ২০ টাকা নির্ধারণ করেছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close