আকবর হোসেন, মনোহরগঞ্জ (কুমিল্লা)

  ০৭ ফেব্রুয়ারি, ২০২৩

মনোহরগঞ্জে নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার নাজির আহামেদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হুজ্জাতুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাথেরপেটুয়া ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের তিনি আহ্বান জানান। মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. মোবারক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী ও মাদ্রাসা গভর্নিং বডির সদস্য মো. ফয়েজ উদ্দিন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. মাকসুদুর রহমান, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো. শেখ বাবুল ও সমাজসেবক মো. মোরশেদ আলম। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সহসভাপতি নওশাদ আলী, নাথেরপেটুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন সুমন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শিব্বির আহমেদসহ মাদ্রাসার সব শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক। পরে মাদ্রাসার ৪২ জন শিক্ষার্থীর হাতে মেধা পুরস্কার ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close