উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৭ ডিসেম্বর, ২০২২

উল্লাপাড়ায় কৃষকদের মাঝে সার বিতরণ

উল্লাপাড়ায় কৃষি প্রণোদনায় বোরো (ইরি) ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১৩ হাজার ৬০০ কৃষক প্রণোদনায় বিনামূল্যে বীজ ধান ও সার পাচ্ছেন। এর মধ্যে ৬ হাজার ৬ জন কৃষক ৫ কেজি করে ধান বীজ এবং ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাচ্ছেন। আর ৭ হাজার কৃষকের মাঝে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার সদর উল্লাপাড়াসহ আরো কটি ইউনিয়নের কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, উপজেলার ইউনিয়নগুলোর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বেশি হারে ফলনশীল ধান বীজ ও দুই ধরনের সার বিতরণ করা হচ্ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close