reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২২

রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

জলবায়ুর পরিবর্তন রোধ ও সাইকেলের ব্যবহার প্রসারে রাষ্ট্রীয় সুবিধা বৃদ্ধির দাবিতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাইক্লিস্ট নাগরিক সুস্বাস্থ্য, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন রোধবিষয়ক, সাইকেল নেটওয়ার্ক তৈরি এবং স্কুল-কলেজ, হাট-বাজার-বিপণি বিতান, অফিস-আদালত, বাড়িতে বাড়িতে, পার্কে, রাস্তার পাশে নিরাপদ সাইকেল পার্কিংয়ের দাবিতে গ্রিন মুভমেন্ট লিমিটেড, গ্রিন পেইজ এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদসহ দেশের জাতীয় ভিত্তিক সমমনা সংগঠনের নেতাকর্মীর উপস্থিতির মধ্য দিয়ে নাগরিক সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রিন মুভমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রিন পেইজের প্রকাশক মিসেস ফাতেমা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে সাইকেল র‌্যালি উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেকসেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং গ্রিন মুভমেন্ট লি. ও গ্রিন পেইজ এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী ও পরিবেশবিদ মো. মাহফুজুর রহমান। পরিবেশ নিয়ে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close