reporterঅনলাইন ডেস্ক
  ০৪ ডিসেম্বর, ২০২২

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের পুনর্মিলনীতে প্রাণের ছোঁয়া

‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়...’। শুক্রবার দিনভর সে পুরোনো দিনেরই স্মৃতিচারণ করলেন গানে গানে রাজধানীর পিলখানায় বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের (তৎকালীন বাংলাদেশ রাইফেলস স্কুল ও কলেজ) এসএসসি-১৯৯৯ ও এইচএসসি-২০০১ প্রাক্তন শিক্ষার্থীরা। “শতাব্দীর ক্যানভাসে খুঁজি প্রিয় বন্ধুর মুখ” স্লোগানে বর্ণিল আয়োজনে উদাপন করা হয় পুনর্মিলনী এই অনুষ্ঠানের। ২১ বছর পর প্রিয় ক্যাম্পাসে এসে পুরোনো সেই বন্ধুকে কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন সবাই।

বিজিবি সদর দপ্তরে অবস্থিত বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের পুনর্মিলনীতে পুরো ক্যাম্পাস সেজেছিল লাল-নীল বর্ণিল সাজে। প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে হারিয়ে যায় সেই পুরোনো দিনে। নানা বয়সের প্রাক্তনদের আবেগ যেন একটু বেশিই ছিল। খুনসুটিতেও কেউ কাউকে ছেড়ে দেননি। তাদের আবেগ-স্মৃতিচারণ-আড্ডা ছুঁয়ে যায় স্কুল ও কলেজ প্রাঙ্গণ। আর গানের সেই কলির মতোই ‘প্রাণ জুড়াবে তাই’ এর মতোই দীর্ঘদিনের পুরোনো বন্ধু, সতীর্থ, শিক্ষক-শিক্ষার্থীদের পেয়ে প্রাণ জুড়িয়েই শেষ হয় পুনর্মিলনী অনুষ্ঠান। শুক্রবার সকাল ৯টায় স্কুল ও কলেজ প্রাঙ্গনের মুক্তমঞ্চে পিঠা উৎসব দিয়ে প্রোগ্রাম শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আনন্দ র‌্যালি, কেককাটা, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের গভর্নিংবডির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান, বিজিবিএম; অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহমেদ, এইসি; উপাধ্যক্ষ মো. গোলাম সারুয়ার হোসেনসহ স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সমন্বয় করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মইনুল ইসলাম খান, আদনান আহমেদ, মেহেদী হাসান, খান আহরার নাবিল ও তানভীর হাসান জোহা, এবং বিভিন্ন উপকমিটির সদস্যরা। অনুষ্ঠানে অ্যালামনাইরা তাদের স্মৃতিচারণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close