ক্রীড়া ডেস্ক

  ১০ জুন, ২০২৪

ক্রোয়েশিয়াতে থামল পর্তুগাল

তারকা সমৃদ্ধ পর্তুগালকে ২-১ গোলে পরাজিত করে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে ক্রোয়েশিয়া। জলাটকো ডালিচের দল ইউরো ২০১৬ বিজয়ীদের লিসবনে হারিয়ে ইউরোতে গ্রুপ-বি’তে স্পেন ও ইতালিকে সতর্ক বার্তাও ছুঁড়ে দিয়েছে। ইউরোতে অন্যবারের মতো রবার্তো মার্টিনেজের পর্তুগালও শিরোপাপ্রত্যাশী দল হিসেবেই মাঠে নামবে। স্প্যানিয়ার্ড মার্টিনেজের অধীনে এনিয়ে ১৩ ম্যাচে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল পর্তুগিজরা। সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কাল পুরো ম্যাচেই বদলি বেঞ্চে কাটিয়েছেন। দ্বিতীয়ার্ধে রোনাল্ডোর দল ম্যাচে ফেরার বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছে। এদিকে পেড্রি গঞ্জালেজের দুই গোলে ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে নর্দান আয়ারল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ফেবারিট স্পেন। মায়োর্কাতে লুইস ডি লা ফুয়েন্তের দলের হয়ে স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন আলভারো মোরাতা, ফাবিয়ান রুইজ ও মিকেল ওয়ারজাবাল। স্পেনের এ আত্মবিশ্বাসী পারফরম্যান্সে দুই উইঙ্গার নিকো উইলিয়ামস ও লামিন ইয়ামালও ছিলেন সমানভাবে উজ্জীবিত।

মার্টিনেজ ম্যাচ শেষে বলেছেন, ‘আজকের ম্যাচের ফলাফল নেতিবাচক হয়েছে। আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম। সর্বোচ্চ সেরাটা দিতে না পারায় জয় হাতছাড়া হয়েছে। কিন্তু তারপরও বেশ কিছু ইতিবাচক দিক নিয়েই আমরা মাঠ ছেড়েছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close