ক্রীড়া ডেস্ক
১৭ মে, ২০২৪
পিএসজিকে বিদায় জানালেন এমবাপ্পে
এই মুহূর্তে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই ছোট বয়সেই তিনি দুটি ফিফা বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। একটিতে জয়ের পাশাপাশি একটিতে রানার্সআপও হয়েছেন। দীর্ঘদিন তিনি ফরাসি ক্লাব পিএসজির হয়ে খেলেছেন। দীর্ঘদিন ধরেই তার ক্লাব ছাড়ার জল্পনা ছিল। জল্পনা ছিল রিয়াল মাদ্রিদে তার যাওয়া নিয়ে। এবার তিনি ক্লাব ছাড়ার কথা অফিশিয়ালি জানিয়ে দিলেন। তবে তার পরবর্তী গন্তব্যের বিষয়ে নিশ্চিত করেননি তিনি। বিদায়ের কথা জানাতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এমবাপ্পে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন