ক্রীড়া ডেস্ক

  ১৭ মে, ২০২৪

ম্যানইউ-চেলসির স্বস্তির জয়

আরেকটি মৌসুম শিরোপাখরায় শেষ করার অপেক্ষায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাম্প্রতিক বছরগুলো বিবেচনায় নিলে রেড ডেভিলসদের জন্য এটাই স্বাভাবিক। কিন্তু সবচেয়ে হতাশার ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে সেরা চারে থাকা হচ্ছে না তাদের। অর্থাৎ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে ম্যানইউ থাকবে দর্শক সারিতে। এমনকি ইউরোপের দ্বিতীয় সারির ক্লাব টুর্নামেন্ট ইউরোপা লিগের টিকিটও পাচ্ছে না তারা। গত বুধবার রাতে নিয়ম রক্ষার ম্যাচে নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে সান্ত্বনার ৩ পয়েন্ট পেয়েছে রেড ডেভিলসরা। তারা এখন ইউরোপের তৃতীয় সারির ক্লাব টুর্নামেন্ট উয়েফা কনফারেন্স লিগে খেলতে পারবে কি না, সেটিও নিশ্চিত নয়। শেষ ম্যাচে তাদের জিততেই হবে। ইংলিশ লিগের বাকি আছে আর এক রাউন্ড। আগামী রবিবার শেষ দিনে ১০টি ম্যাচ রয়েছে। কার্যত ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে ম্যানইউ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিউক্যাসলেরও। কিন্তু গোল গড়ে এগিয়ে সাতে আছে তারা। ৬০ পয়েন্ট নিয়ে ছয়ে আছে চেলসি। পাঁচে টটেনহাম হটস্পার। ইউরোপা লিগের টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে আছে তারা। বুধবার রাতে জয় পেয়েছে চেলসিও। ব্রাইটনের মাঠে ২-১ গোলে জিতেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। তাদের জয়ের আনন্দ মাটি হয়ে গেছে। ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেলসিকে। দুই অর্ধে চেলসির ২ গোল করেন কোল পালমার ও ক্রিস্টোফার এনকুঙ্কু। ৮৮ মিনিট লাল কার্ড দেখেন রিস জেমস। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে হারের ব্যবধান কমান ড্যানি ওয়েলব্যাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close