ক্রীড়া ডেস্ক
অবশেষে শিরোপাখরা ঘোচাল জুভেন্টাস
ইতালিয়ান ক্লাব ফুটবলে টানা এক দশক একচেটিয়া দাপট দেখিয়েছে জুভেন্টাস। কয়েক বছর আগে তুরিনের বুড়িদের আধিপত্য গুঁড়িয়ে দেয় মিলান জায়ান্টরা। দুই মিলানের পর সিরি-এ লিগ জেতে নাপোলি। দেশটির অন্য টুর্নামেন্ট কোপা ইতালিয়ায়ও সুবিধা করতে পারছিল না সাদা-কালো শিবির। তিন বছর পর অবশেষে ট্রফির দেখা পেল জুভেন্টাস। গত বুধবার রাতে কোপা ইতালিয়ার ফাইনালে আটালান্টাকে ১-০ গোলে হারিয়ে উৎসবে মেতে ওঠে তুরিনের বুড়িরা। টুর্নামেন্টে এটা তাদের ১৫তম (সর্বোচ্চ) শিরোপা। সর্বশেষ তিন বছর আগে এ ট্রফি জিতেছিল জুভরা।
সিরি-এ লিগে টানা ৯ বার চ্যাম্পিয়ন হওয়ার পর থামে জুভেন্টাস। এরপর থেকেই ছন্দপতনের শুরু। উত্থান-পতনের মধ্য দিয়ে চলা তুরিনের বুড়িরা সুদিন ফেরানোর ইঙ্গিত দিল কোপা ইতালিয়া জিতে। এসএ রোমার মাঠ অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন দুসান ভ্লাহোভিচ। সেটিও ম্যাচ শুরুর দিকে। মাত্র ৪ মিনিটে। আন্দ্রে ক্যাম্বিয়াসোর কাছ থেকে বল পেয়ে ১২ গজ দূর থেকে শট নিয়ে আটালান্টার জালে বল জড়ান ভ্লাহোভিচ। এরপর বাকি সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি জুভেন্টাস। অন্যদিকে সমতায় ফিরতে পারেনি আটালান্টাও।
ঠিক তিন বছর আগের ফাইনালেও জুভেন্টাসের কাছে ২-১ গোলে হেরে শিরোপা হাতছোঁয়া দূরত্বে রেখে দিয়েছিল আটালান্টা। এবারও ন্যূনতম ব্যবধানে হারল তারা। প্রতিযোগিতায় এ নিয়ে টানা ৫টি ফাইনাল হারের দুঃখ সঙ্গী হলো তাদের। ১৯৬৩ সালে প্রথম ও শেষবারের মতো কোপা ইতালিয়া জিতেছিল দলটি। ফাইনালে তাদের হার ১৯৮৭, ১৯৯৬, ২০১৯, ২০২১ ও ২০২৪। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল জুভেন্টাস। ১৫ বার ট্রফি জিতেছে তারা। রোমা এবং ইন্টার মিলান দুদলই সমান ৯ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের পেছনে আছে যথাক্রমে লাৎসিও (৭), ফিওরেন্টিনা (৬), নাপোলি (৬), এসি মিলান (৫), তুরিন (৫), সাম্পদোরিয়া (৪), পার্মা (৩) ও বোলোনা (২)। এছাড়া ৫টি দল একবার করে ট্রফি জিতেছে।
"