reporterঅনলাইন ডেস্ক
  ১৪ মে, ২০২৪

আনন্দ-উল্লাসে রিয়াল মাদ্রিদের শিরোপা উদযাপন

চার ম্যাচ হাতে রেখে রিয়াল মাদ্রিদের ৩৬তম লা লিগা শিরোপা নিশ্চিত হয় গত সপ্তাহে। এর এক সপ্তাহ পর গত রবিবার দলটির ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে তাদের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। পুরো দল ও কোচিং স্টাফদের উপস্থিতিতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো রোচার হাত থেকে ট্রফি নিলেন অধিনায়ক নাচো ফের্নান্দেস। সেখান থেকে পুরো দল গেল মাদ্রিদের সিটি হলে। সেই পর্ব শেষে ছাদ খোলা বাসে নেচে-গেয়ে দল ছুটল মাদ্রিদের যে কোনো উৎসবের কেন্দ্র সিবেলেস স্কয়ারে। সিবেলেস ফোয়ারার চারপাশে হাজারও সমর্থক তখন আনন্দে মাতোয়ারা। উড়ল রিয়াল মাদ্রিদের বিজয়কেতন

* গেটি ইমেজ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close