ক্রীড়া ডেস্ক

  ১৩ মে, ২০২৪

রিয়ালের নতুনদের ঝাঁজে পুড়ল গ্রানাডা

এরই মধ্যে রেলিগেটেড হয়ে যাওয়া গ্রানাডাকে গত শনিবার ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি গতকাল শনিবার প্রায় পুরো ম্যাচে রিজার্ভ দল নিয়ে মাঠে ছিলেন। কিন্তু এই দলও গ্রানাডার বিপক্ষে নিজেদের প্রমাণেই যেন ব্যস্ত হয়ে উঠেছিল। ব্রাহিম দিয়াজ জোড়া গোল করেছেন। এ ছাড়া আরো দুই গোল এসেছে ফ্র্যান গার্সিয়া ও আরডা গুলারের কাছ থেকে। সপ্তাহের মাঝামাঝিতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমিফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে অসাধারণ এক জয়ের সুখস্মৃতি যেন এখনো পুরো দলকে ঘিরে রেখেছে, যার ছাপ গত শনিবার ম্যাচেও পাওয়া গেছে। এর আগে সপ্তাহের শুরুতে চার ম্যাচ হাতে রেখে লস ব্লাঙ্কোসদের ৩৬তম লিগ শিরোপা নিশ্চিত হয়। কিন্তু বায়ার্নের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে তারা শিরোপা জয়ের আনন্দ উদযাপন করেনি। বায়ার্নের বিপক্ষে সুপার সাব হোসেলুর জোড়া গোলে নাটকীয় জয় পায় রিয়াল। কাল তাই শুরু থেকেই গ্রানাডার বিপক্ষে মাঠে ছিলেন এই স্প্যানিয়ার্ড। এ ছাড়া তার সঙ্গে বায়ার্নের সঙ্গে খেলা একমাত্র খেলোয়াড় হিসেবে মূল দলে ছিলেন এন্টোনিও রুডিগার। ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘এর একটাই লক্ষ্য ছিল- সবাই যেন মৌসুমের শেষ দিনটিতে নিজেদের সেরা ফর্মে থেকে খেলতে পারে এবং আমরা সেটা করে দেখিয়েছি।’ পিএসজির তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে শুক্রবার নিজেই ফরাসি ক্লাব ছাড়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। তারপর থেকে মাদ্রিদ সমর্থকরা এমবাপ্পেকে দলে দেখার দিন গোনা শুরু করে দিয়েছেন। গত দুই বছরে ধরে এমবাপ্পেকে দলে নেওয়ার যে আগ্রহ মাদ্রিদ দেখিয়ে আসছিল, তা এখন সময়ের ব্যাপার মাত্র। যদিও মাদ্রিদ বস আনচেলত্তির সামনে এখন শুধুই লন্ডনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের স্বপ্ন। এ সম্পর্কে আনচেলত্তি বলেন, ‘এই মুহূর্তে এমবাপ্পেকে নিয়ে ভাবছি না, এ সম্পর্কে ভাবার সময় এটা না। আমরা আগে সমর্থকদের সঙ্গে লিগ শিরোপা জয় উদযাপন করব। এরপর ১ জুন পর্যন্ত আমরা জানি- ঠিক কোন বিষয়টা আমাদের ভাবতে হবে।’ লিগ টেবিলের ১৯তম স্থানে থাকা গ্রানাডা ম্যাচের শুরুতেই রেলিগেটেড হয়ে যায়। দিনের শুরুতে মায়োর্কা ১-০ গোলে লাস পালমাসকে হারালে গ্রানাডার অবনমন নিশ্চিত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close