ক্রীড়া ডেস্ক

  ১৩ মে, ২০২৪

চ্যাম্পিয়ন নেইমারের আল হিলাল

সৌদি প্রো লিগে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের দল আল হিলাল। চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাহিরে রয়েছেন নেইমার। তবে শিরোপা উৎসবে শামিল ছিলেন তিনি। আগামী আগস্টে তার মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের দ্বিতীয় অবস্থানে থেকে এবারের মৌসুম শেষ করবে। গত মৌসুমেও তারা শিরোপা জিততে ব্যর্থ হয়েছে। আল হিলালের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১২। গত শনিবার প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল হিলাল ৪-১ গোলে আল হাজমকে হারিয়েছে। এ জয়ে লিগ শিরোপা নিশ্চিত হয় তাদের। গত মৌসুমে আল ইতিহাদ শিরোপা জয় করেছিল। ৫ বছরের মধ্যে ৪ বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে হিলাল। আগের মৌসুমে তারা তৃতীয় হয়েছিল। এবার ঘুরে দাঁড়িয়েছে দলটি।

গ্যালারিতে নেইমার তার কন্যা সন্তানকে নিয়ে হাজির ছিলেন। পায়ের চোট থাকায় অবশ্য ক্র্যাচ ছাড়াই হাঁটতে পারছেন। ব্রাজিলের হয়ে আসন্ন কোপা আমেরিকায় তার খেলার সম্ভাবনা নেই। চোটের জন্য আল হিলালে সেভাবে খেলতে পারেননি ব্রাজিলের এ তারকা ফুটবলার। সৌদি লিগের চলতি মৌসুমে আরো ৩টি ম্যাচ বাকি রয়েছে আল হিলালের। ১৭ মে আল নাসেরের বিপক্ষে মাঠে নামবে আল হিলাল। এরপর আল তাই ও আল ওয়েহদার সঙ্গে খেলে মৌসুম শেষ করবে হিলাল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close