ক্রীড়া প্রতিবেদক

  ১২ মে, ২০২৪

টানা পঞ্চমবার মুকুট ধরে রাখল বসুন্ধরা

লিগ টেবিলের ওপরে থাকা দুই দলের ম্যাচ, কিন্তু শুরুতে ছিল না শিরোপার উত্তাপ। রক্ষণের চাদরে নিজেদের মুড়িয়ে রাখল মোহামেডান; বসুন্ধরা কিংস খেলল বরাবরের মতোই আক্রমণাত্মক ফুটবল; গোলও পেয়ে গেলে তারা। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মোহামেডান করল বটে, কিন্তু পারল না কিংসের শিরোপা উৎসব ঠেকিয়ে রাখতে। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার ২-১ গোলে জিতেছে কিংস। মোহামেডানের হারে তিন ম্যাচ বাকি থাকতেই শিরোপা জিতে নিয়েছে ব্রুসনের দল। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল কিংস। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের সামনে খোলা থাকল লিগে দ্বিতীয় হওয়ার পথ।

প্রথম লেগে মোহামেডানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল কিংস। চলতি লিগে সেটাই এখন পর্যন্ত তাদের একমাত্র হার। হারের মধুর প্রতিশোধও কিংস নিল শিরোপা উৎসব নিশ্চিত করার ম্যাচে। ২০১৮-১৯ মৌসুমে প্রথম লিগের মুকুট জয়ের পর থেকে এ নিয়ে টানা পাঁচ বার সেরা হলো কিংস। মাঝে ২০১৯-২০ মৌসুমের লিগ করোনাভাইরাস মহামারির কারণে ৬ রাউন্ড খেলার পর পরিত্যক্ত হয়েছিল। এবার কিংসকে যা একটু চাপে রেখেছিল মোহামেডানই। কিন্তু ফিরতি লেগের দেখায় দলটি রক্ষণে মনোযোগ দেয় শুরু থেকে। তাতে কিংস আরো ওপরে উঠে খেলার সুযোগ পেয়ে যায়।

পঞ্চম মিনিটে রিমনের ক্রসে বক্সে ডিফেন্ডারদের ফাঁক গলে বেরিয়ে গেলেও বলের নাগাল পাননি দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো। ত্রয়োদশ মিনিটে এ ব্রাজিলিয়ানের শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। চাপ ধরে রেখে অষ্টাদশ মিনিটে মিলিত প্রচেষ্টায় এগিয়ে যায় কিংস। শেখ মোরসালিনের ছোট পাস ধরে মিগেল ফিগেইরা দামাশেনো বল বাড়ান বক্সে। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গিয়ে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন। একটু পরই মোজাফফর মোজাফফরভের দূরপাল্লার ফ্রি কিক উড়ে যায় কিংসের ক্রসবারের ওপর দিয়ে। ৩৯ মিনিটে উজবেকিস্তানের এ মিডফিল্ডারের শট বাঁক খেয়ে পোস্টে ঢোকার আগেই ফেরান মেহেদী হাসান শ্রাবণ। মোহামেডানেরও সমতায় ফেরা হয়নি।

৬০ মিনিটে রবসন দ্য সিলভা রবিনিয়োর ফ্রি কিক আটকান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। পাঁচ মিনিট পর ম্যাচে ফেরে সাদাকালো জার্সিধারীরা। শাহরিয়ান ইমনকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন মিনহাজ রাকিব; ফিরতি পাস ধরে নিখুঁত শটে খুঁজে নেন জাল। এ গোলে আত্মবিশ্বাসে আরো উজ্জীবিত হয়ে ওঠে মোহামেডান। শাণাতে থাকে আক্রমণ। ৬৯ মিনিটে সুলেমানে দিয়াবাতের পাস ধরে ইমনের কোনাকুনি শট কোনোমতে পা দিয়ে আটকান শ্রাবণ; এরপর ছোট বক্সের একটু ওপর থেকে মোজাফফরভের জোরাল শট ব্লকড করেন তপু বর্মন। ১০ মিনিট পর আরিফ হোসেনের শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ৮২ মিনিটে উত্তাপ ছড়ায় ভিন্ন কারণে। রবিনিয়োর ট্যাকলের পর বলের নিয়ন্ত্রণ নিতে বিশ্বনাথ ঘোষের সঙ্গে লড়াইয়ে পড়ে যান মোজাফফরভ। পড়ে থাকা উজবেক ফরোয়ার্ডের হাঁটু পা দিয়ে মাড়িয়ে দেন বিশ্বনাথ, মোজাফফরভ উঠে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন বিশ্বনাথকে। রেফারি মোজাফফরভকে হলুদ কার্ড দেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বক্সের ঠিক ওপর থেকে ইমানুয়েল সানডের নিচু জোরাল শট শ্রাবণ ঝাঁপিয়ে ফেরালে হতাশায় মাথায় হাত ওঠে মোহামেডানের। একটু পরই বাজে শেষের বাঁশি। গ্যালারিতে থাকা কিংস সমর্থকরা লাল ধোয়ার কুণ্ডুলি উড়িয়ে মেতে ওঠে আনন্দে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close