ক্রীড়া ডেস্ক

  ২১ এপ্রিল, ২০২৪

সেমিতে কোন দেশ থেকে কোন ক্লাব

ইউরোপিয়ান প্রতিযোগিতায় গত কয়েক বছর ধরেই ম্যানচেস্টার সিটি বেশ ভালো করছে; গত মৌসুমে তো দাপটের সঙ্গে জিতে বসল ট্রেবলও। সেখান থেকে ইংলিশ গণমাধ্যমগুলোয় যেন আবার গা ঝাড়া দিয়ে উঠার সুযোগ পেয়েছিল। সে সঙ্গে এবার আবার সুযোগ ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে অলইংলিশ লাইনআপের। এবার ইউরোপা লিগে সুযোগ ছিল ওয়েস্ট হাম ও লিভারপুলের। তবে সব দলের ভিড়ে কেবল অ্যাস্টন ভিলাই ইউরোপা কনফারেন্স লিগের সেমিতে পৌঁছে ইংলিশদের মান রক্ষা করেছে। ইংলিশদের এ অহমিকাবোধকে খোটা দিয়ে গতকাল তো ম্যাটস হুমেলস টুইটও করেছেন।

জার্মান লিগ, ফ্রেঞ্চ লিগকে ‘ফার্মার্স লিগ’ ডাকার একটা বদঅভ্যাস তাদের আছে বিধায় তিন জার্মান দলের সাফল্যে হুমেলসও যেন যারপরনাই খুশি। অবশ্য ইতিহাস বরাবরই ইংল্যান্ডের নয়, স্পেনের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের দাপট বজায় রেখে আবারও তাই রিয়াল মাদ্রিদ সেমিতে। তবে অন্য প্রতিযোগিতায় স্পেনের দলগুলোর অবস্থা এবার একেবারেই ভালো নয়। ইউরোপিয়ান ক্লাব কো-অ্যাফিশিয়েন্টেও এবার তাই সবচেয়ে এগিয়ে জার্মানি ও ইতালি। ইতালিয়ান কোনো ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে যেতে না পারলেও ইউরোপা ও কনফারেন্স লিগে দারুণ করেছে। কোন দেশ থেকে কোন ক্লাব এবারের ইউরোপিয়ান প্রতিযোগিতায় সেমিতে পৌঁছেছে সেটাতেই তাই চোখ বুলিয়ে নেওয়া যাক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close