ক্রীড়া ডেস্ক

  ১৯ এপ্রিল, ২০২৪

পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে চান রোহিত

ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের পক্ষে সওয়াল করলেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের বক্তব্য, সাদা বলের ক্রিকেটে বিভিন্ন আইসিসি প্রতিযোগিতায় ভারত এবং পাকিস্তানের লড়াই হয়। কখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আবার কখনো ৫০ ওভারের বিশ্বকাপে সেই মহারণ হয়। কিন্তু ২০০৭ সালের ডিসেম্বরের পরে লাল বলের ক্রিকেটে ভারত এবং পাকিস্তান আর লড়াই করেনি (প্রথম দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলেও পাকিস্তান উঠতে পারেনি)। তাই দুদেশের মধ্যে টেস্ট সিরিজ আয়োজনের পক্ষে সওয়াল করেছেন ভারতীয় দলের অধিনায়ক। তবে রোহিত এটাও বুঝিয়ে দিয়েছেন, তিনি যে মতপ্রকাশ করছেন, সেটা পুরোপুরি ক্রিকেটীয় দিক থেকে। ক্রিকেটের বৃত্তের মধ্যে থেকেই সেই কথা বলছেন বলে জানিয়ে দিয়েছেন রোহিত।

সম্প্রতি পডকাস্ট শো ‘ক্লাস প্রেইরি ফায়ার’তে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ নিয়ে রোহিতের মতামত জানতে চান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ভারত বা পাকিস্তানে না হলেও ইংল্যান্ড বা সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে টেস্ট সিরিজ আয়োজন করা যায় কি না, তা জানতে চান। নিরপেক্ষ ভেন্যু হিসেবে অস্ট্রেলিয়ার নামও উঠে আসে। সেই প্রশ্নের জবাবেই রোহিত বলেন, আমি সম্পূর্ণভাবে সেটা (ভারত-পাকিস্তানের মধ্যে নিয়মিত টেস্ট সিরিজ আয়োজনের বিষয়টি) বিশ্বাস করি। ওরা ভালো দল। ওদের হাতে দুর্দান্ত বোলার আছে। দারুণ লড়াই হবে। বিশেষত বিদেশের পরিবেশে খেলা হলে সেটা আরো দুর্দান্ত হবে। (ভারত এবং পাকিস্তানের মধ্যে) শেষ টেস্ট ম্যাচটা সম্ভবত খেলেছিল ২০০৬ সাল বা ২০০৮ সালে। আমার যা মনে পড়ছে, তাতে একটি ম্যাচে ওয়াসিম জাফর দ্বিশতরান করেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close