ক্রীড়া প্রতিবেদক

  ১৭ এপ্রিল, ২০২৪

সেমিতে বসুন্ধরা কিংস

লড়াইটা ছিল বসুন্ধরা কিংসের শক্তিশালী আক্রমণভাগ বনাম রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির রক্ষণভাগের। পুরান ঢাকার দলটি বেশিক্ষণ পারল না রক্ষণের দৃঢ়তা ধরে রাখতে। সহজ জয়ে ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠল অস্কার ব্রুসনের দল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জিতেছে কিংস। প্রতিযোগিতার দুই বারের চ্যাম্পিয়নদের জয়ের ম্যাচে দুই গোলদাতা সোহেল রানা ও এমফন উদোহ। ঈদ উল ফিতরের বিরতির পর ফেডারেশন কাপ দিয়ে মাঠে ফিরল শীর্ষ পর্যায়ের ফুটবল। অবশ্য ঈদের আগেই শিরোপাধারী মোহামেডান নিশ্চিত করেছিল সেরা চারে খেলা। এবার করল কিংস। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ফর্টিস এফসি ও আবাহনীর মধ্যের আগামী ৩০ এপ্রিলে অনুষ্ঠেয় চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল। কিংসের আগ্রাসী আক্রমণভাগের সামনে রহমতগঞ্জের প্রতিরোধ টিকে ২৪তম মিনিট পর্যন্ত। রবসন দি সিলভা রবিনিয়ো বক্সে ঢুকে বুদ্ধিদ্বীপ্ত পাসে বক্সের প্রান্ত থেকে সোহেল রানা বাম পায়ের জোরালো শটে সে প্রতিরোধ ভাঙেন। গোলকিপার মামুন আলিফ ঝাঁপিয়েও পাননি বলের নাগাল। একটু পর এমফন উদোহর শট আটকে ব্যবধান বাড়তে দেননি আলিফ।

বিরতির আগে সমতার স্বস্তি সঙ্গী হতে পারত ২০২১-২২ মৌসুমের রানার্সআপ রহমতগঞ্জের। কিন্তু ৪২ মিনিটে মিনিটে ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল মেনসা কনির বক্সে ঢুকে জোরালো শট সরাসরি আসায় আটকে দেন গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় কিংস। রবিনিয়োর থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে উদোহ আগুয়ান আলিফের মাথার ওপর দিয়ে চিপ শটে বল জড়িয়ে দেন জালে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close