ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ সফরে আসছে ভারত
সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রস্তুতি সারতে তাই পূর্ণ শক্তির দল নিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারত। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানার মতো তারকা ক্রিকেটারদের। তবে বাংলাদেশ সফরে নেই জেমাইমা রদ্রিগেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজে খেললেও বাংলাদেশের বিপক্ষে রাখা হয়নি তাকে। সবশেষ অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়েছেন মান্নাত কাশপ, কনিকা আহুজা এবং মিন্নু মানি। নারী আইপিএলে আলো ছড়িয়ে ডাক পেয়েছেন ডায়ালান হেমালতা, সানজানা সাজিভান ও আশা সোবহানা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে ভারত। কয়েক দিনের অনুশীলন শেষে ২৮ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের ম্যাচ ৩০ এপ্রিল। দুটি ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে। সিরিজের তৃতীয় ও চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচটি হবে যথাক্রমে ২ এবং ৬ মে। এই ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়। তারপর সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৯ মে। এই ম্যাচটিও দিবা-রাত্রির। শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। পাঁচ ম্যাচের ভেন্যু হিসেবে রাখা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। দেশের মাটিতে এবারই প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলছে না বাংলাদেশ।
"