ক্রীড়া ডেস্ক

  ১৬ এপ্রিল, ২০২৪

‘জিম্বাবুয়ে নয় আইপিএলে বেশি শিখবে মুস্তাফিজ’

চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে মুস্তাফিজুর রহমানের। দারুণ ছন্দে থাকলেও ৩০ এপ্রিল দেশে ফিরতে হচ্ছে বাঁহাতি এ পেসারকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে পেতেই ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আকরাম খান মনে করেন, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএলে খেললে বেশি কিছু শিখতে পারবেন মুস্তাফিজ। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার ওপরে আছেন রাজস্থান রয়্যালসের স্পিনার যুবেন্দ্র চাহাল। সমান ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে আছেন জসপ্রীত বুমরাহ। ভারতের এ তারকা পেসারের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ১০ উইকেট নিয়ে মুস্তাফিজ আছেন তালিকার তিনে। এমন ছন্দে থাকলেও পুরো মৌসুম বাংলাদেশের বাঁহাতি এ পেসারকে পাবে না চেন্নাই। মূলত অনাপত্তি পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় দেশে ফিরতে হবে তাকে।

বিসিবির পক্ষ থেকে মুস্তাফিজকে অনাপত্তি পত্র দেওয়া হয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময়ের মাঝে তিনটি ম্যাচ খেলবে চেন্নাই। যেখানে ১৯ ও ২৩ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এবং ২৮ এপ্রিল বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। মূলত ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে। যদিও বিসিবির এমন সিদ্ধান্তে খুশি নন বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও সমর্থকরা। সবারই চাওয়া জিম্বাবুয়ে সিরিজে না খেলিয়ে আইপিএলের পুরো মৌসুমের জন্য ছেড়ে দেওয়া হোক মুস্তাফিজকে। অন্যদের মতো একই সুরে কথা বলেছেন আকরাম। বিসিবি পরিচালক ও বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া জিম্বাবুয়ে সিরিজ বাদ দিয়ে আইপিএল খেলবে বেশি কিছু শিখতে পারবেন মুস্তাফিজ। তাতে করে বাঁহাতি এ পেসার যেমন উপকৃত হবেন তেমনি বাংলাদেশও লাভবান হবে বিশ্বকাপে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close