ক্রীড়া প্রতিবেদক

  ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

মুরের ডেপুটি হিসেবে কাজ করবেন নান্নু

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সদ্য বিদায়ি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে ক্রিকেট প্রোগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে। এ পদে তিনি অস্ট্রেলিয়ান ডেভিড মুরের অধীনে কাজ করবেন।

মিনহাজুল মূলত হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) ও বাংলাদেশ টাইগার্সের সদস্যদের সঙ্গে কাজ করবেন, যারা পরবর্তী সময়ে জাতীয় দলের হয়ে খেলবেন।

বিসিবির একটি সূত্র প্রতিদিনের সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরশু রাতে বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ চলাকালীন বিষয়টি জানতে পেরেছি। বিসিবি এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে খুব শিগগিরই জানাবে।’

গত ১২ ফেব্রুয়ারি, বিসিবির নবম বোর্ড সভা শেষে মিনহাজুল ও হাবিবুল বাশারকে সরিয়ে তিন সদস্যের প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক ও হান্নান সরকারকে নির্বাচক হিসেবে নিয়োগ দেয়। প্যানেলের অপর সদস্য জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। আগামী ১ মার্চ থেকে নতুন এই নির্বাচক প্যানেলের কাজ শুরুর কথা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close