ক্রীড়া ডেস্ক

  ২৭ ফেব্রুয়ারি, ২০২৪

ইংলিশদের হারিয়ে সিরিজ জিতল ভারত

জয়ের মঞ্চ আগের দিনই গড়ে দিয়েছিলেন বোলাররা। দুইশর কম রান তাড়ায় দারুণ শুরুর পর হুট করে ব্যাটিং ধসে বেশ চাপে পড়ে যায় ভারত। সেখান থেকে দলকে পথে ফেরালেন শুবমান গিল ও ধ্রুব জুরেল। তাদের অবিচ্ছিন্ন জুটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। রাঁচি টেস্টের চতুর্থ দিন ৫ উইকেটে জিতেছে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল। অধিনায়ক বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম কোচ হয়ে আসার পর এ প্রথম কোনো সিরিজ হারল ইংলিশরা। ম্যাচের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল ইংল্যান্ডের। ৩৫৩ রান করার পর ভারতকে ৩০৭ রানে থামিয়ে ৪৬ রানের লিড নেয় তারা। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাদের ১৪৫ রানে গুঁড়িয়ে দেয় ভারত। ১৯২ রানের লক্ষ্য তাড়ায় সোমবার দিনের দ্বিতীয় সেশনে জয় তুলে নেয় রোহিতের দল। ২০১২ সালে ভারতের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। ‘বাজবল’ কৌশল দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসানের স্বপ্ন দেখছিল তারা।

হায়দরাবাদে প্রথম টেস্ট জিতে শুরুটাও দারুণ করেছিল দলটি। কিন্তু এরপর টানা তিন ম্যাচ হেরে শেষ হয়ে গেল তাদের স্বপ্ন। চতুর্থ দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল ১৫২ রান, হাতে ছিল সবকটি উইকেট। জয়ের পথে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল তারা, হঠাৎ খায় হোঁচট। ৩৬ রান তুলতে হারিয়ে ফেলে ৫ উইকেট। বিপর্যয়ে পড়া দলকে ধীরস্থির ব্যাটিংয়ে টানেন গিল ও জুরেল। ২ ছক্কায় ৫২ রান নিয়ে অপরাজিত থাকেন গিল। ২ চারে জুরেল করেন ৩৯।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close