ক্রীড়া ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

দোষী আলভেজকে সহযোগিতায় তোপে নেইমার

ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় শাস্তি পেয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। তাকে চার বছরের জেল এবং ভুক্তভোগী নারীকে ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই শাস্তি হতে পারত আরো বড়। ভুক্তভোগীর আইনজীবীর আবেদন ছিল আলভেজের ১২ বছরের জেল। আর স্পেনের কৌঁসুলিরা চেয়েছিলেন ৯ বছরের জেল। কিন্তু সে তুলনায় যথেষ্ট কম শাস্তি পেয়েছেন আলভেজ।

ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের দাবি, নেইমারের পরিবারের কারণেই আলভেজের এত কম সাজা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, গত ৯ আগস্ট স্পেনের আদালতে জরিমানার এ টাকা পাঠায় নেইমারের পরিবার। তাদের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আলভেজের সাজার মেয়াদ কমানোর জন্য টাকাটা ভুক্তভোগীকে দিতে বলা হয়েছে। সাজা কম হওয়ার পেছনে এটি বড় ভূমিকা রেখেছে। আলভেজের শাস্তি কমাতে জরিমানার অর্থ দিয়ে সাহায্য করা তার সতীর্থ নেইমারের কড়া সমালোচনা করেছেন হফম্যান। ফুটবল এস্পানা পত্রিকাকে হফম্যান বলেন, ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা দেখিয়েছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না।’ তিনি আরো বলেন, ‘অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে সে অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না। এটা তাদের যন্ত্রণাও লাঘব করতে পারবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close