ক্রীড়া ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

বিশ্বকাপের স্বপ্ন দেখছেন গার্দিওলা

এ মুহূর্তে বিশ্বসেরা কোচদের একজন পেপ গার্দিওলা। অনেকের মতে ক্লাব ফুটবলের ইতিহাসের সেরা কোচদের তালিকা তৈরি করলে তার নামটা ওপরের দিকেই থাকবে। স্প্যানিশ কোচ এমনই এক কীর্তি গড়েছেন যা অতীতে কেউ পারেনি। প্রথম ও একমাত্র কোচ হিসেবে দুবার ত্রিমুকুট জয়ের কীর্তি আছে ৫৩ বছর বয়সি এ স্প্যানিয়ার্ডের। বার্সেলোনার পর ম্যানচেস্টার সিটিতেও সম্ভাব্য সব শিরোপার স্বাদ পেয়েছেন এ স্প্যানিয়ার্ড। তার ব্যর্থতা বলতে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে না পারা। বাভারিয়ানদের হয়ে তিন বছরে কেবল জার্মান লিগ জিততে পেরেছেন তিনি। পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন গার্দিওলা। যদিও ডাগ আউটে তার অভিষেক হয়েছিল বার্সার কোচ হিসেবে।

অদূর ভবিষ্যতে কোচিংয়ের ট্র্যাক পাল্টানোর কথা এখন থেকেই ভাবতে শুরু করেছেন গার্দিওলা। অবসর নেওয়ার আগে আন্তর্জাতিক ফুটবল তথা নামিদামি কোনো জাতীয় দলকে কোচিং করানোর ইচ্ছে তার। শুক্রবার ইএসপিএন ব্রাজিলকে স্প্যানিশ কোচ বলেছেন, ‘বিশ্বকাপ কিংবা ইউরো চ্যাম্পিয়নশিপ খেলা কোনো দলকে আমি কোচিং করাতে চাই।’

গার্দিওলা আবার আগ্রহীদের অগ্রিম একটা শর্তও ছুড়ে দিয়েছেন। সিটি কোচ বলেছেন, ‘আমি জানি না আমার প্রতি কাদের আগ্রহ আছে। তবে যাদেরই আগ্রহ থাকুক, তাদেরকে ক্লাবের মতোই হতে হবে। হয়ত আজ থেকে পাঁচ, দশ কিংবা ১৫ বছর পর আমি জাতীয় দলে কোচিং করাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close