ক্রীড়া ডেস্ক

  ২৩ ফেব্রুয়ারি, ২০২৪

লুটনের জালে লিভারপুলের গোল উৎসব

আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা চোট সমস্যায় দলের অবস্থা জেরবার। একাদশ সাজাতেই হিমশিম খাওয়ার অবস্থা কোচ ইয়ুর্গেন ক্লপের। তবে শুরুর বাঁশি বাজতেই সব সমস্যা যেন উধাও। প্রবল আক্রমণে প্রতিপক্ষকে নাজেহাল করে তুলল তারা। আর দ্বিতীয়ার্ধে শুরু হলো গোলবন্যা। লুটন টাউনকে গুঁড়িয়ে লিগ টেবিলের শীর্ষে মজবুত অবস্থান ধরে রাখল লিভারপুল। অ্যানফিল্ডে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে ক্লপের দল। শিরোপাধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল তারা। চোট সমস্যা কিছুতেই পিছু ছাড়ছে না লিভারপুলের। গত ম্যাচেই ফেরা মোহামেদ সালাহর নতুন করে চোট পাওয়ার খবর আসে ম্যাচের আগে। সঙ্গে আরেক ফরোয়ার্ড দারউইন নুনেসের হালকা চোটের খবর মিলেছিল আগেই। আর রক্ষণের ভরসা ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মাঝমাঠের কার্টিস জোন্স ও দমিনিক সোবোসলাই, আক্রমণভাগের দিয়োগো জটা তো আগে থেকেই বাইরে।

গুরুত্বপূর্ণ এত খেলোয়াড়কে ছাড়াই দাপুটে ফুটবল উপহার দিল লিভারপুল। বল দখলে রেখে ঝড় তুলল আক্রমণে, শেষটা যদিও ভালো হচ্ছিল না। প্রথমার্ধে গোলও হজম করে তারা। অবশেষে বিরতির পর খুলে গেল দুয়ার, গোল হলো একের পর এক।

ভার্জিল ফন ডাইক সমতা টানার পর দলকে এগিয়ে নিলেন কোডি হাকপো। এরপর লুইস দিয়াস ও হার্ভি এলিয়টের গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের। তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত লিভারপুল। গোলরক্ষককে একা পেয়েছিলেন লুইস দিয়াস, কিন্তু শট নিতে দেরি করে ফেলেন। পরের মিনিটে আবারও দারুণ পজিশনে বল পান কলম্বিয়ান ফরোয়ার্ড, এবার ডি-বক্সে একজনকে কাটিয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি। প্রতিপক্ষের চাপের মুখে দ্বাদশ মিনিটে পাল্টা আক্রমণ শাণায় লুটন এবং এগিয়েও যায় তারা। কাছ থেকে হেডে গোলটি করেন আইরিশ ফরোয়ার্ড চিডেজি ওগবিন। ২৯ ও ৩২তম মিনিটে আরো দুটি ভালো সুযোগ হারান দিয়াস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close