ক্রীড়া ডেস্ক
যেভাবে সমালোচকদের ‘মুখ বন্ধ’ করে দিলেন হলান্ড
সমালোচনার ‘ইট’ ধেয়ে আসছিল আর্লিং হলান্ডের দিকে। সুযোগমতো এবার ‘পাটকেল’ ছুড়লেন তার কোচ। আর্লিং হলান্ডের ম্যাচ জেতানো গোলের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বললেন, শীর্ষ মানের স্ট্রাইকাররা সমালোচনার জবাব দেন এভাবেই।
হলান্ডের গোলেই মঙ্গলবার ব্রেন্টফোর্ডকে হারিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসে ম্যানচেস্টার সিটি। আগের ম্যাচে পয়েন্ট হারানোর জন্য কাঠগড়ায় তোলা হচ্ছিল এই স্ট্রাইকারকেই।
চেলসির বিপক্ষে সেই ম্যাচে গোলের জন্য ৯টি শট নিয়ে একটিকেও কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠাতে পারেননি হলান্ড। খুব সহজ একটি সুযোগও তিনি হাতছাড়া করেন। তাতে সংবাদমাধ্যমের সমালোচনার শিকার হতে হচ্ছিল তাকে।
কিছুদিন আগে চোট কাটিয় ফেরা ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের সাম্প্রতিক ফর্মও খুব একটা ভালো যাচ্ছিল না। লিগের শীর্ষ গোল স্কোরার যদিও তিনিই ছিলেন, তবে এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে তার গোল ছিল ২টি।
ব্রেন্টফোর্ডের বিপক্ষে সেই হলান্ডের গোলেই জেতার পর সমালোচকদের এক হাত নিলেন কোচ গুয়ার্দিওলা।
‘শীর্ষ মানের স্কোরাররা, শীর্ষ স্ট্রাইকাররা অনেক গোল করে থাকে। তাদের সমালোচনা করবেন না। এভাবেই তারা মুখ বন্ধ করিয়ে দেবে। আগে হোক বা পরে, সেখানেই থাকবে সে (হলান্ড)।’
"