ক্রীড়া প্রতিবেদক

  ১২ ফেব্রুয়ারি, ২০২৪

৩২০ রানে রিফাতের ইতিহাস

দেশের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে প্রথমবারের মতো ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ের নাম লিখেছেন রিফাত বেগ। শেখ কামাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে এ কীর্তি গড়েন বিকেএসপির বাঁ-হাতি ওপেনার। রাজশাহীর কামারুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম ইনিংসে ৩২০ রান করেছেন রিফাত।

প্রায় ১১ ঘণ্টা (১০ ঘণ্টা ৫০ মিনিট) ব্যাটিং করেছেন রিফাত। খেলেছেন ৪৮৩ বল। রিফাতের এ রেকর্ডময় ইনিংসে ২৯টি চার ও ৪টি ছয় ছিল। রিফাতের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৫৪৯ রানের রান পাহাড় গড়েছে বিকেএসপি। ৪০৬ রানের লিড পেয়েছে তারা।

পরশু ম্যাচের দ্বিতীয় দিনে ব্যক্তিগত প্রথম সেঞ্চুরির দেখা পান রিফাত। তিন অঙ্কে পৌঁছাতে বিকেএসপি ওপেনারের লেগেছিল ১৯৮ বল। পরশুই পেয়েছেন ডাবল সেঞ্চুরি, ৩৩৫ বলে। গতকাল তৃতীয় দিনে এসে ৪৬৮ বলে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েন রিফাত।

এমন মহাকাব্যিক ইনিংস খেলার পরও নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন বিকেএসপির ওপেনার। সতীর্থদের আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত ৩২০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয় তাকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close