ক্রীড়া প্রতিবেদক

  ২১ জানুয়ারি, ২০২৪

জয় অব্যাহত রাখল আবাহনী

ব্যর্থতার বৃত্ত ভেঙে লিগের আগের ম্যাচেই প্রথম জয়ের দেখা পাওয়া আবাহনী ধরে রাখল তারই ধারাবাহিকতা। কার্যকরী ফুটবল খেলে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শনিবার ৩-১ গোলে জেতেছে আবাহনী। এদিকে পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুতই সামলে নিল পুলিশ এফসি। ছন্দ ধরে রেখে মোহামেডানও ছড়ি ঘোরাতে থাকল। তাদের দুদলের লড়াইয়ে ছড়াল দারুণ রোমাঞ্চ। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল মোহামেডানই। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে গতকাল শনিবার পুলিশ এফসিকে ৩-২ গোলে হারায় মোহামেডান।

জোনাথন ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। সুমন রেজার গোলে ঘুরে দাঁড়ানোর উপলক্ষ পেয়েছিল শেখ রাসেল, কিন্তু পরে কর্নেলিয়াসের আরেক গোলে সহজ জয় নিশ্চিত হয় আবাহনীর। লিগে টানা দুম্যাচ জেতা আবাহনীর ৪ ম্যাচে পয়েন্ট ৭। টানা দুম্যাচ হারা শেখ রাসেলের পয়েন্ট ৪। ১২ মিনিটে আবাহনীর এগিয়ে যাওয়ার পেছনে দায় আছে শেখ রাসেলের শাহিন মিয়ার। তার কাছ থেকে বল কেড়ে নিয়ে ওয়াশিংটন ব্রান্দাও বাড়ান কর্নেলিয়াসকে; শট নেওয়ার পর্যাপ্ত জায়গা না থাকায় তিনি পাস দেন ফের্নান্দেসকে, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান।

১৮ মিনিটে দুর্ভাগ্যের ফেরে সমতায় ফেরা হয়নি শেখ রাসেলের। শাহিনের ক্রসে নিহাদ জামান উচ্ছ্বাসের হেড পোস্টে লাগে। ৩২ মিনিটে ফের্নান্দেসের শটও ক্রসবার কাঁপিয়ে ফিরলে দ্বিগুণ হয়নি ব্যবধান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে ঠিকই স্কোরলাইন ২-০ করে নেয় আবাহনী। ফের্নান্দেসের বুদ্ধিদ্বীপ্ত ফ্রি কিকে বল দেন ওয়াশিংটনকে। এ ব্রাজিলিয়ানের গোলমুখে বাড়ানো ক্রসে আলতো টোকায় বল জালে জড়ান কর্নেলিয়াস। ম্যাচে ফিরতে মরিয়া শেখ রাসেল চাপ দিতে থাকে আবাহনীর রক্ষণে। ৭৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। চন্দন রায়ের কর্নার থেকে হেডে লক্ষ্যভেদ করেন সুমন। ৮৬ মিনিটে ব্যবধান ফের বাড়িয়ে নেয় আবাহনী। ফের্নান্দেসের ক্রসে গোলমুখে একেবারে ফাঁকা থাকা কর্নেলিয়াস টোকা দেওয়ার কাজটুকু করেন অনায়াসে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ভালো একটি সুযোগ তৈরি করে শেখ রাসেল। তবে সারোয়ার জাহান নিপুর হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও গোললাইন থেকে কোনোমতে ক্লিয়ার করেন রহমত মিয়া, বল পোস্টে লেগে ফিরে আসে। এদিকে জাফর ইকবাল জয়ীদের এগিয়ে নেওয়ার পর মাতেও পালাসিওস সমতা ফেরান। মোজাফফর মোজাফফরভ ও সুলেমানে দিয়াবাতের গোলে ফের ম্যাচে চালকের আসনে বসে ‘সাদাকালো’ জার্সিধারীররা। শেষ দিকে শাহেদ হোসেন ফের ব্যবধান কমিয়ে নতুন রোমাঞ্চ জাগায়।

ডান দিক দিয়ে দিয়াবাতের নৈপুণ্যে আক্রমণ শাণানো মোহামেডান এগিয়ে যায় ২৭তম মিনিটে। দুই ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মালির এই ফরোয়ার্ড, দূরের পোস্টে জাফর হেডে খুঁজে নেন ঠিকানা।

পালাসিওসের দৃষ্টিনন্দন গোলে ৩৪তম মিনিটে সমতায় ফিরে পুলিশ এফসি। বক্সের বাইরে থেকে কলম্বিয়ান মিডফিল্ডারের বাঁকানো ফ্রি কিকের নাগাল ঝাঁপিয়েও পাননি গোলরক্ষক সুজন হোসেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের জোর বাড়ায় মোহামেডান। ৭০তম মিনিটে প্রতিপক্ষের ভুল ব্যাক পাস থেকে বল পেয়ে যান দিয়াবাতে। অধিনায়কের বাড়ানো বল পেয়ে বক্সের বেশ খানিকটা বাইরে থেকে ভলিতে মোহামেডানকে ফের এগিয়ে নেন মোজাফফরভ।

৮ মিনিট পর ব্যবধান আরো বাড়ান দিয়াবাতে। মোজাফফরভের লং পাস ক্লিয়ার করতে পারেননি ডিফেন্ডাররা; পোস্ট ছেড়ে বেরিয়ে এসে গোলরক্ষক আহসান হাবিবের বিপদমুক্ত করার চেষ্টাও হয়নি সফল। নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন দিয়াবাতে। ৮৪ মিনিটে শাহেদ হোসেন ভাইভিং হেডে লক্ষ্যভেদ করলে আবার জমে ওঠে লড়াই। কিন্তু বাকি সময়ে সমতায় ফেরা গোলের দেখা পায়নি তারা। ফলে আগের ম্যাচে শেখ রাসেলকে হারিয়ে জয়ে ফেরা পুলিশ এফসি ফেরে খালি হাতেই।

দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দুই গোলে এগিয়ে গিয়েও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-২ ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফলে চার ম্যাচে জয়হীন থাকল গোপীবাগের দলটি। ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তলানিতে ব্রাদার্স। জয়হীন থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্টও ২; গোল পার্থক্যে তারা লিগ টেবিলে আছে ব্রাদার্সের চেয়ে একধাপ ওপরে নবম স্থানে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close