ক্রীড়া প্রতিবেদক

  ১৪ জানুয়ারি, ২০২৪

বিসিবির ইতিহাসসেরা সভাপতি হতে চান সাকিব

ওয়ানডে বিশ্বকাপ থেকেই চোটের কারণে মাঠের বাইরে সাকিব আল হাসান। এ সময়ে পুনর্বাসনের পাশাপাশি রাজনীতির মাঠে সরব ছিলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে নির্বাচিত হন সাকিব। ভোটের পরদিনই আসন্ন বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করতে অনুশীলনে নেমেছেন তিনি।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত হয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এরপর বিসিবি সভাপতির পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি পদে সাকিবকে দেখার সম্ভাবনা এখন নেই বললেও চলে। তবে যদি কখনো সুযোগ আসে, ইতিহাস সেরা বিসিবি সভাপতি হতে চান বাংলাদেশি অলরাউন্ডার।

আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের সদস্য সাকিব। ফ্র্যাঞ্চাইজিটি পরশু ফেসবুক পেজে সাকিবের সঙ্গে আলাপচারিতার একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে নিজের আগ্রহের কথা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, ‘বিসিবি সভাপতি হতে পারলে ভালোই লাগবে। বাকিটা জানি না। কিন্তু আমি যদি হতে পারি, কখনো যদি এ সুযোগ আসে, আমি হাতছাড়া করব না।’

খেলার মাঠের মতো সংগঠকের পদেও নিজেকে সেরা হিসেবে অধিষ্ঠিত করতে চান সাকিব। তবে বিসিবির বর্তমান সভাপতির প্রশংসা করতে ভোলেননি তিনি, ‘পাপন ভাই এতদিনে অনেক কিছু করেছেন। স্বাভাবিকভাবেই তার এ অর্জনকে ছোট করে দেখার কিছু নেই। আমি বিশ্বাস করি আমি যখন যাব, তখন বাংলাদেশের ইতিহাসের সেরা বিসিবি সভাপতি হব। এটা আমার বিশ্বাস। পাই না পাই এটা পরের কথা। আমার যদি ওই চিন্তাই না থাকে সেরা হওয়ার, তাহলে সেরা কাজটা কীভাবে করব?’

নিজে সেরা হতে চাইলেও আগের বিসিবি সভাপতিদের কর্মকাণ্ডকে ছোট করে দেখেন না, সেটাও মনে করিয়ে দিয়েছেন সাকিব, ‘আমি সেরা হতে চাই, এটার মানে এই না যে, আমি অন্য কাউকে ছোট করে দেখছি। এখন পাপন ভাই আছেন, এর আগে কামাল ভাই ছিলেন, তারা সবাই অসাধারণ কাজ করেছেন। তা না হলে ক্রিকেটের এত উন্নতি হত না।’ বিসিবি সভাপতিকে নিয়ে যারা সমালোচনা করেন, তাদের এক হাত নিয়েছেন সাকিব, ‘আজকে আমরা অনেক কিছুই সমালোচনা করতে পারি। কিন্তু তাদের অনেক অবদান ছিল বলেই আমরা এতদূর আসতে পেরেছি। আপনি বলতে পারেন, আরো বেশি করতে পারত। হয়ত পারত, হয়ত পারত না। সম্ভবত তাদের জায়গায় গেলেই আপনি বুঝতে পারতেন, পারা সম্ভব ছিল কি ছিল না।’

শেষে আবারও নিজের প্রতি আস্থার কথা জানালেন এ বাঁ-হাতি অলরাউন্ডার, ‘আমি কাউকে ছোট করে বলছি না। আমি বিশ্বাস করি, আমি যদি (বিসিবি সভাপতি) পদে আসি, অনেক বেশি কাজ করতে পারব। এটা আমি অনুভব করি। (পারব কি পারব না) এটাও আসলে সময় বলে দেবে। এখন মনে হচ্ছে অনেক কিছু করতে পারব, তখন দেখা যাবে আসলেই করতে পারলাম না। এমনটাও হতে পারে। কিন্তু আমার বিশ্বাসটা আছে।’ সাকিব আগ্রহের কথা জানালেও এখনই তাকে বিসিবির সর্বোচ্চ পদে দেখার সম্ভাবনা নেই। আইসিসির নিয়ম বলছে, নির্বাচনে জিতে সভাপতির আসনে বসতে হবে। আবার নির্বাচনে বোর্ড সভাপতি পদে প্রার্থিতা করতে হলেও বোর্ড পরিচালক হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close