ক্রীড়া প্রতিবেদক

  ১৩ জানুয়ারি, ২০২৪

আবাহনীর প্রথম জয়

মোহামেডানের গোল উৎসব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে প্রথম জয়ের মুখ দেখল আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে গতবারের রানার্সআপরা। দিনের আরেক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের জালে গোল উৎসব করেছে মোহামেডান। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে গতাকল জয় তুলে নিয়েছে আবাহনী। যদিও প্রথমার্ধে তাদের বেশ চাপে রেখেছিল শেখ জামাল। এমনকি লাল কার্ড দেখে রিয়াদুল রাফি মাঠ ছাড়লে অধিকাংশ সময় ১০ জন নিয়েই খেলে আকাশি-নীলরা।

একজন কম নিয়ে খেললেও বেশ কয়েকবার আক্রমণে উঠেছে আবাহনী। রক্ষণও সামলেছে ভালোভাবেই। ৩৮তম মিনিটে বল দখলে লড়াইয়ে ফয়সাল আহমেদ ফাহিমকে পেছন থেকে ফাউল করেন রাফি। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। কিন্তু শেখ জামাল সে সুযোগ কাজে লাগাতে পারেনি। ৮৮তম মিনিটে কর্নেলিয়ান স্টুয়ার্টের দারুণ ফিনিশিংয়ে জয় তুলে নেয় আবাহনী।

এদিকে প্রতিরোধের দেয়ালে চিড় ধরল ২৮তম মিনিটে, এরপর আর সেই দেয়ালে বাধ দিতে পারল না ব্রাদার্স ইউনিয়ন। একের পর এক গোল করল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রায় দুই সপ্তাহের বিরতির পর ফের শুরু হওয়া প্রিমিয়ার লিগে বড় জয় তুলে নিল সাদাকালো জার্সিধারীরা।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে গতকাল ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দেয় মোহামেডান। জোড়া গোল করেন সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডে। একবার জালের দেখা পান মোজাফ্ফর মোজাফ্ফরভ।

তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠল মোহামেডান। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া বসুন্ধরা কিংসের সামনে সুযোগ আছে শীর্ষস্থান পুনরুদ্ধারের; দিনের পরের ম্যাচে তারা মুখোমুখি হবে ফর্টিস এফসির।

রক্ষণ জমাট রেখে খেলতে থাকা ব্রাদার্সের দুঃসময়ের শুরু ২৮তম মিনিট থেকে। বক্সের ভেতরে জাফর ইকবাল ফাউলের শিকার হলে পেনাল্টি পায় মোহামেডান। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন দিয়াবাতে।

প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে নেয় মোহামেডান। নিজেদের বক্সের পাশে বলের নিয়ন্ত্রণ হারায় ব্রাদার্স। বল চলে যায় দিয়াবাতের পায়ে। অধিনায়কের পাস ধরে দেখেশুনে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মোজাফ্ফরভ।

৬০তম মিনিটে বক্সের ভেতরে ফাঁকায় থাকা এমানুয়েল সানডের গোলে ম্যাচে নিয়ন্ত্রণ পুরোপুরি মুঠোয় নেয় মোহামেডান। সাত মিনিট পর দারুণ সাইড ভলিতে ব্যবধান আরো বাড়ান এ নাইজেরিয়ান ফরওয়ার্ড। ৬৮তম মিনিটে দিয়াবাতের গোলে স্কোরলাইন হয় ৫-০। শেষ দিকে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন নয়ন হোসেন।

চলতি লিগে জয়হীন থাকল ব্রাদার্স। তিন ম্যাচে দুই হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে টেবিলে নিচের দিকে থাকল গোপীবাগের দলটি। দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে এগিয়ে গিয়েও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১-১ ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। এ ড্রয়ে অন্তত পয়েন্টের খাতা খুলতে পেরেছে বন্দরনগরীর দলটি। আগের দুই ম্যাচে তারা হেরেছিল বাংলাদেশ পুলিশ এফসি ও বসুন্ধরা কিংসের বিপক্ষে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close