ক্রীড়া প্রতিবেদক

  ০৮ ডিসেম্বর, ২০২৩

মাসের সেরা হওয়ার দৌড়ে নাহিদা-ফারজানা

রেকর্ড গড়া বোলিংয়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন নাহিদা আক্তার। অক্টোবরে মাসের সেরার মনোনয়ন পেলেও হেইলি ম্যাথিউসের সঙ্গে পেরে উঠতে পারেননি বাঁহাতি এ স্পিনার। নভেম্বরেও নিজের স্পিন জাদু দেখিয়েছেন নাহিদা। যার ফলে টানা দুই মাসে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন তিনি। নভেম্বরের সেরা হওয়ার লড়াইয়ে নাহিদার সঙ্গে রয়েছেন বাংলাদেশের ফারজানা হক পিংকি। বাংলাদেশের এ দুই ক্রিকেটারের সঙ্গে মনোনয়ন পেয়েছেন পাকিস্তানের সাদিয়া ইকবাল। ছেলেদের ক্রিকেটে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী ট্রাভিস হেড এবং গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া সেই তালিকায় আছেন ভারতের মোহাম্মদ শামি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৪.১৪ গড়ে ৭ উইকেট নিয়েছিলেন নাহিদা। সিরিজ জয়ে বড় অবদান রাখায় জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। প্রথম ম্যাচে বাংলাদেশ ৮১ রানে অলআউট হলেও সেদিন ৩০ রানে ৩ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ স্পিনার। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৪৩ রান খরচায় নিয়েছিলেন ১ উইকেট। তবে ডায়না বেগ এবং নাজিহা আলভির গুরুত্বপূর্ণ জুটি ভেঙেছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে মাত্র ৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন নাহিদা। শেষ ম্যাচে বাঁহাতি এ স্পিনারের শিকার ছিল ২৬ রানে ৩ উইকেট। তাতে করে সিরিজ জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি। এদিকে পাকিস্তানের বিপক্ষে ৩৬.৬৬ গড়ে ১১০ রান করেছিলেন ফারজানা। সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এ ব্যাটার। পাকিস্তানের সাদিয়া বাংলাদেশের বিপক্ষে ১২.৫ গড়ে ৬ উইকেট নিয়ে মনোনয়ন পেয়েছেন। ছেলেদের মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে বড় অবদান রেখেছিলেন হেড এবং ম্যাক্সওয়েল। সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং ফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিলেন ম্যাচজয়ী ইনিংস। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে একাই ম্যাচ বের করে নিয়েছিলেন হেড। ম্যাক্সওয়েলও ছিলেন দারুণ ছন্দে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close