ক্রীড়া প্রতিবেদক

  ০৭ ডিসেম্বর, ২০২৩

নতুন অধ্যায়ে তামিম ইকবাল

‘আমার সঙ্গে এমন একজন আছেন যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার ২৪৯ রানের মালিক’। তামিম ইকবালকে ধারাভাষ্য কক্ষে স্বাগত জানাতে বেশ লম্বা বর্ণনা দিলেন আতাহার আলি খান। মুশফিকুর রহিমের একটি স্লগ সুইপ বাউন্ডারি লাইন স্পর্শ করতেই শুরু হলো তামিমের কথা। তিনি বলে উঠলেন, ‘বিউটিফুল শর্ট, মুশফিকের প্রিয় শর্টগুলোর একটি।’ খেলা ছাড়ার পর ধারাভাষ্য করার ইচ্ছা নানা সময়ে জানাতে দেখা গেছে তামিমকে। সে পথে ধীরে ধীরে তার যাত্রা শুরু হচ্ছে বলা যায়। গতকাল বুধবার লাঞ্চ বিরতির পর ধারাভাষ্য শুরু করেন তামিম। বিপিএলে এর আগে ধারাভাষ্য করলেও এবারই প্রথম আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা গেল বাংলাদেশের এ ওপেনারকে।

মুশফিকের শটের বর্ণনার পরই আতাহারকে কুশল বিনিময়ের এক পর্যায়ে তামিম তার আন্তর্জাতিক ক্রিকেটিং ক্যারিয়ার নিয়েও কথা বলেন, তাতে থাকে কিছু অনিশ্চয়তার সুর, ‘এভাবে স্বাগত জানানোয় ধন্যবাদ। অনেকদিন ধরে খেলছি। জানি না এখানেই শেষ কিনা (ক্যারিয়ারের)।’ নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিন দুই স্লটে ধারাভাষ্য দেওয়ার কথা আগের দিনই জানিয়েছিলেন তামিম। এদিন দুপুরে চলে আসেন প্রেসবক্সে। সাংবাদিকদের সঙ্গে খানিকটা সময় আড্ডা দেওয়ার পর ঢুকেন ধারাভাষ্য কক্ষে।

বুধবার মিরপুর টেস্টের প্রথম দিন ১২টা ৪০ থেকে ১টা ১০ ও ১টা ৪০ থেকে ২টা ১০ পর্যন্ত বরাদ্দ হয় তামিমের স্লট। এ নিয়ে মঙ্গলবার রাতে এক পোস্টে জানান, ‘আন্তর্জাতিক ধারাভাষ্যে আমার প্রথম ম্যাচ, ধারাভাষ্য দিতে মুখিয়ে আছি।’ এর আগে ২০২২ সালের বিপিএল তার দল বাদ পড়ার পর একটি ম্যাচে ধারাভাষ্য দিতে দেখা যায় তামিমকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close