ক্রীড়া প্রতিবেদক
সাবিনাদের হারাতে যে ছক কষছে সিঙ্গাপুর
প্রথম ম্যাচে সাবিনা-তহুরাদের তেমন কোনো চ্যালেঞ্জই জানাতে পারেনি সিঙ্গাপুর। উড়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া সফরকারীরা। বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু এবং অধিনায়ক সাবিনা খাতুনেরও মনে হচ্ছে, এবারের লড়াই তাদের জন্য কঠিন হবে। কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ সোমবার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুদল। বেলা সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। প্রথম ম্যাচের পর দুদল গুছিয়ে নেওয়ার জন্য সময় পেয়েছে দুদিন। সিঙ্গাপুর কোচ করিম বেনসেরিফা রবিবার অনুশীলনের পর বললেন, মাঝের সময়ে নিজেদের ভুলগুলো শুধরে নিয়েছে তার দল। বর্তমান দলে নিয়মিত খেলোয়াড়দের বেশ কয়েকজন নেই। তাদের অনুপস্থিতিতে নতুন কয়েকজন দলে এসেছে। এই দুটি ম্যাচ তাদের জন্য দারুণ কাজে দিচ্ছে। আগের ম্যাচে অনেক ভুল করেছি আমরা। বাংলাদেশ দলের শক্তিমত্তাও বুঝেছি। সেগুলো শুধরে নিয়ে ভালো ম্যাচের আশা করছি।
বাংলাদেশ কোচ টিটুর মনে হচ্ছে, তাদের বিশ্লেষণ করে দ্বিতীয় ম্যাচের ছক কষবে সিঙ্গাপুর। প্রথম ম্যাচের মতো এবার জয়ের লক্ষ্য পূরণের পথটাও তার দলের জন্য মসৃণ হবে না। আগেও বলেছি, দ্বিতীয় ম্যাচ বেশি কঠিন হবে। প্রথম ম্যাচে আমরা সুযোগ নিতে চেয়েছিলাম। কারণ তারা এক দিন আগে এসে এক দিনের অনুশীলনে খেলেছে। সেই সুযোগ আমরা নিয়েছি। দ্বিতীয় ম্যাচে ওরা আরো বিশ্লেষণ করবে। প্রথম ম্যাচ এমন হবে, সেটা ওরা প্রত্যাশা করেনি। সে দিক থেকে এই ম্যাচ কতটা কঠিন করা যায়- তারাও চাইবে ম্যাচ কঠিন করতে, লড়াই করতে। মেয়েদের বলেছি, চাপ না নিয়ে স্বাভাবিক খেলাটা খেলতে। আপনি যখন ভালো খেলবেন, তখন এটা ধরে রাখা চ্যালেঞ্জের। ওই হিসেবে মেয়েদের বলেছি, তোমরা চ্যালেঞ্জ নাও।
"