ক্রীড়া ডেস্ক

  ০৫ অক্টোবর, ২০২২

বেয়ারস্টোর দুঃসংবাদ

সবকিছু ভালোই চলছিল জনি বেয়ারস্টোর। ব্যাটে রান ছিল, ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য আরো বড় প্রভাব রাখতে চলেছিলেন অগ্রযাত্রায়। এমন সময়ে বোকামো করে বসলেন ৩৩ বর্ষী ব্যাটার। বিশ্বকাপ মিশনের আগে চোটে গেলেন ছিটকে। আকস্মিক সেই চোটে দুঃসময় আরো দীর্ঘ হলো।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে নামার আগে গলফ খেলতে গিয়েছিলেন বেয়ারস্টো। সেখানে গোড়ালিতে চোট পান। ইংলিশ ব্যাটারের ভাঙা পা ও মচকে যাওয়া গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। তারপর জানা গেল আরেক বড় দুঃসংবাদ টি-টোয়েন্টি বিশ্বকাপ তো শেষ হয়ে গেছেই, এ বছরের জন্যই ছিটকে গেছেন তিনি।

চোট পাওয়ার দিনের ঘটনা জানানোর সময় বেয়ারস্টো বলেছেন, ২০২৩ সালের আগে বাইশ গজে ফিরতে পারবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close