ক্রীড়া ডেস্ক

  ০৪ অক্টোবর, ২০২২

টানটান উত্তেজনার সিরিজে শেষ হাসি ইংল্যান্ডের

পাকিস্তানের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি সিরিজে শেষ হাসি হাসল ইংল্যান্ডই। সিরিজে কখনো ইংল্যান্ড এগিয়ে গেলেও আবার দারুণ লড়াইয়ে সমতা ফেরায় পাকিস্তান। আবার পাকিস্তান লিড নিলে, লড়াইয়ে ফিরে ইংল্যান্ড। সাত ম্যাচের সিরিজটি শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতল ইংল্যান্ড।

১৭ বছর পর পাকিস্তানে খেলতে এসে ঐতিহাসিক সিরিজ জয়ের নজির গড়ল ইংল্যান্ড। পরশু রাতে সিরিজের সপ্তম ও শেষ ম্যাচে ইংল্যান্ড ৬৭ রানের ব্যবধানে হারায় পাকিস্তানকে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে রান বিবেচনায় এটিই ইংল্যান্ডের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

প্রথম ছয় ম্যাচ শেষে ৩-৩ সমতা থাকায়, পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের সপ্তম ও শেষটি রুপ নেয় অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা প্রত্যাশিত হয়নি ইংল্যান্ডের। দলীয় ৩৯ রানে সাজঘরে ফেরেন দুই ওপেনার। তবে ডেভিড মালানের ৪৭ বলে ৭৮ রানে ভর করে বিশাল পুঁজি পায় মঈন আলীর দল। এছাড়া হ্যারি ব্রুক করেন ৪৬ রান, আর বেন ডাকেট করেন ৩০ রান। ইংল্যান্ডের তিন উইকেটের দুটি রানআউট হয়েছে। আর পাকিস্তানের হয়ে একটি উইকেট পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।

২১০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ফেরেন দুই ওপেনার বাবর-রিজওয়ান। থিতু হতে পারেননি বাকিরাও। শান মাসুদ সর্বোচ্চ ৫৬ রান করেন ৪৩ বল খেলে। আর খুশদিল শাহ করেন ২৭ রান। ব্যাট হাতে এদিন ব্যর্থ ছিলেন আসিফ আলীও। তাতে ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৪২ রান তোলে স্বাগতিকরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন অলরাউন্ডার ক্রিস ওকস। আর দুটি উইকেট পান ডেভিড উইলি।

সাত ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। এরপর অবশ্য টানা দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে শেষ দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ২০ ওভার ২০৯/৩ (সল্ট ২০, হেলস ১৮, মালান ৭৮*, ডাকেট ৩০, ব্রুক ৪৬*; নাওয়াজ ১২/০, হাসনাইন ৩২/১, ওয়াসিম ৬১/০, রউফ ২৪/০, শাদাব ৩৯/০, ইফতিখার ৩৪/০)।

পাকিস্তান : ২০ ওভার ১৪২/৮ (রিজওয়ান ১, বাবর ৪, মাসুদ ৫৬, ইফতিখার ১৯, খুশদিল ২৭, আসিফ ৭, নাওয়াজ ৯, ওয়াসিম ৫, রউফ ১*, হাসনাইন ৫*; ওকস ২৬/৩, টপলি ৩৪১, উইলি ২২/২, রশিদ ২৫/১, মইন ৫/০, কারান ২৭/১)।

ফল : ইংল্যান্ড ৬৭ রানে জয়ী।

সিরিজ : ৭ ম্যাচের সিরিজ ইংল্যান্ড ৪-৩-এ জয়ী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close