আখতারুল ইসলাম

  ০৮ জুন, ২০২৪

পরীর দেশে

খোকা চোখে স্বপ্ন যেন সোনার মুকুট পরে

পরীর দেশে যাবে একা পঙ্খিরাজে চড়ে।

আকাশ সাজায় মেঘের ডালা কী অপরূপ নীলে

ডাহুক পাখি কোরাস তোলে হিজল তলির বিলে।

নদীর জলে ঢেউয়ের নাচন স্রোতের ঝিঁঝিঁ ডাকে

সকাল দুপুর হাওয়ার রেলে ওড়ে পাতার ফাঁকে।

খোকা দেখে যাওয়ার পথে হাজার পাখির গান

ঘাস গালিছা ফুলের মেলা ছড়ায় কী যে ঘ্রাণ।

নীলপরীরা ডানা মেলে ওড়ে ফুলে ফুলে

প্রজাপতির রঙিন পাখায় সপ্তডিঙা তুলে।

দূর আকাশে মেঘের শেষে অচিন পরীর দেশে

পাখির মতো উড়ে যাবে হাওয়ায় ভেসে ভেসে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close