মজনু মিয়া

  ০৮ জুন, ২০২৪

স্বপ্ন ছবির দেশ

এ দেশ আমার জন্মভূমি

এ দেশ নিয়ে ভাবী,

ভালোমন্দ দেশের জন্য

লেখায় করি দাবি।

ছোট ছোট ঘরবাড়িতে

গাছপালা চারপাশে,

গরু ছাগল হাঁস মুরগি

বাঁচে স্বপ্ন আশে।

নদী মাঠে মাছ ফসলে

মানুষ মাছে ভাতে,

সুখে দুখে রয় চিরদিন

নেই দ্বন্দ্ব তাতে।

এখন থেকে শিখব সবে

মানুষ হওয়ার মন্ত্র,

যাক অতলে ঝরে ও জলে

ভুলে ভরা তন্ত্র।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close