সুব্র্রত চৌধুরী

  ০২ মার্চ, ২০২৪

অঙ্গন জুড়ে রঙ্গন হাসে

গাছে গাছে রূপের আড়ং লাল পলাশের ডালে

আগুনমুখী ফাগুন হাসে কৃষ্ণচূড়ার লালে।

দিকে দিকে খুশির জোয়ার ফাগুন রূপের আঁচে

মনের বাগে অনুরাগে মনময়ূরী নাচে।

কুহু কুহু কোকিল ডাকে মনের সাড়া পেলে

রঙের জরি মাখে খুকু খুশির ডানা মেলে।

রূপোর সিকি ঝিকিমিকি বাজে ফাগুন সুরে

আলতা পায়ে নাচে খুকু হারায় ইচ্ছেপুরে।

বসন্তকে করে বরণ রংবেরঙের ডালায়

ধিতাং ধিতাং নাচে খুকু গাঁদা ফুলের মালায়।

ঝিরি ঝিরি দখিন হাওয়া দেয় যে দোলা প্রাণে

অন্তপুরে খুশির ছোঁয়া মিষ্টি মধুর ঘ্রাণে।

অঙ্গন জুড়ে রঙ্গন হাসে ভ্রমর ফুটায় হুল

সিল্কি চুলে শোভে খুকুর ঝুমকো লতা দুল।

কলির সঙ্গে অলি মাতে মধুর আলাপনে

ঋতুরাজে ছড়ায় সৌরভ মনমহুয়ার বনে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close