আসাদুজ্জামান খান মুকুল

  ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

একুশ আমার

একুশ মানেই অজর অমর একুশ আমার প্রাণ,

দেশের দামাল একুশ দিয়েই রাখল ভাষার মান।

একুশ আমার ভাষার প্রতীক একুশ আনল দেশ,

একুশ মায়ের বুকের দহন যার কাটে নাই রেশ।

একুশ দেশের সব মানুষের শ্রদ্ধায় ভরা দিন,

মিনারের মাঝ ফুল দিয়ে তাই শোধ করি তার ঋণ!

একুশ শেখায় শক্ত হাতেই শত্রু রুখার পণ,

একুশ দিয়েই পেলাম আমরা মাতৃভাষার ধন।

একুশ আমার মায়ের মুখের মিষ্টি মধুর হাসি,

একুশ দিয়েই মায়ের আদর পাই যে রাশি রাশি।

একুশ আমার মনের চেতন দীপ্ত মুক্ত প্রাণ,

তার কৃপাতেই কবিরা আজ লিখেন কাব্য-গান।

একুশ দিয়েই বাংলা ভাষায় নিপুণ জীবন গড়া,

বাঙালিরদের প্রশংসা আজ বিশ্ব ভুবন ভরা।

রফিক শফিক জব্বার আর বরকত দিল প্রাণ,

একুশের গান গেয়ে বাঙালি রাখল মায়ের মান!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close