হানিফ রাজা
২৪ ফেব্রুয়ারি, ২০২৪
ভাষাশহীদ
পাক জান্তা হানা দিল
কাড়তে মায়ের ভাষা,
যে ভাষাতে মাকে ডাকি
মেটাই মনের আশা।
উনিশশ তো বাহান্নতে
ফেব্রুয়ারি মাসে,
রাষ্ট্রভাষা বাংলা স্লোগান
রাজপথে যে ভাসে।
মাতৃভাষার বর্ণমালায়
বুকের রক্তে রাঙা,
মায়ের বুলি আনতে কেড়ে
ছুটছে রণে ডাঙা।
ভাষার জন্য জীবন দিল
বাংলা মায়ের ছেলে,
শহীদ তারা ভাষার জন্য
ফুল ডালি দাও মেলে।
একুশ এলে দেশপ্রেমীদের
যেন নাই যাই ভুলে,
ভাষাশহীদদের শ্রদ্ধা জানাই
শহীদ বেদিমূলে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন