আজাদ হোসেন

  ১০ ফেব্রুয়ারি, ২০২৪

পরিযায়ী পাখি

উড়ে এলো পরিযায়ী পাখি,

মধুর সুরে করে ডাকাডাকি।

গাছের ডালে সবুজ পাতার ফাঁকে,

কিচিরমিচির সুর তুলে সব ডাকে।

উড়ে এলো সাদা বকের সারি,

রূপে যেন আলোক ঝিলিক তারই।

হাওয়ায় ভাসে দেখে নয়ন জুড়ে,

উড়ে এলো সবার হৃদয় পুরে।

মাঠের বুকে করে হাঁটাহাঁটি,

দেখতে লাগে কত্ত পরিপাটি,

ঘুরে ফিরে যায় উড়ে তার নীড়ে,

মনটা হারায় পরিযায়ীর ভিড়ে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close