জান্নাত মিমি

  ০২ ডিসেম্বর, ২০২৩

শীত

কুয়াশায় সকালবেলার

গ্রাম গিয়েছে ঢেকে

শীতের ছোঁয়ায় সরষে ফুলে

যাচ্ছে ছবি এঁকে।

ঝিরঝিরিয়ে শিশির ঝরে

ভেজে হলুদ গাঁদা

সকালবেলার কুয়াশায়

সবকিছু হয় সাদা।

নতুন ধানের পিঠাপুলির

বাড়ি বাড়ি রব

ভেজা গাছের ডালে ডালে

পাখির কলরব।

উত্তরের ওই হাওয়া এসে

লাগছে গায়ে শীত

নতুন ধানের আনন্দে মন

গাইছে সুখের গীত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close