আলমগীর কবির

  ০২ ডিসেম্বর, ২০২৩

মাঠের মায়ায় নদীর মায়ায়

ফুল থেকে রোজ ধার করে রং নিজের ডানায় মাখাস?

প্রজাপতি আমার দিকে বিস্ময়ে ক্যান তাকাস?

দস্যি বলে নয় পছন্দ তাই কি ভুরু বাঁকাস?

শুয়ে ঘাসের বিছানাতে দেখছি আমি আকাশ।

মাঠ আমার ঘর ভোরের পাখি খেলার সাথি,

বনের ফড়িং ছানার সাথে খেলি চড়ুইভাতি।

বৃষ্টি এলে মাথায় ধরি কলাপাতার ছাতি,

কাঠবিড়ালির সাথে করি খেলায় মাতামাতি।

দস্যি হাওয়া এলো চুলে কাটতে থাকে বিলি,

বনপথের বনফুলে আলোর ঝিলিমিলি।

পাকা ধানের গন্ধে দুপুর খেলায় মেতে থাকে,

এই চেনা মাঠ বুকের খাতায় স্বপ্ন ছবি আঁকে!

দূর আকাশে মালা গাঁথে সাদা বকের সারি,

মাঠের মায়ায় আজ ভুলেছি ফিরতে হবে বাড়ি।

মাঠ থেকে যাই নদীর কাছে পাড়ে থাকি বসে,

জলের কণায় রৌদ্র ফুলের পাপড়ি পড়ে খসে।

গাঙশালিকের ঝাঁক ভুলে যায় নিজের দেওয়া আড়ি,

নদীর মায়ায় আজ ভুলেছি ফিরতে হবে বাড়ি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close