শাহীন খান

  ০২ ডিসেম্বর, ২০২৩

ফুল

হেনা জুঁই চামেলি শেফালি বকুল

ভালোবাসি খুব ভালো নানাবিধ ফুল।

টগর, গোলাপ আর রজনীগন্ধা

মনে ধরে রাখি আমি সকাল ও সন্ধ্যা।

মালতি গোলাপ যত হিয়াতে থাকে

নিশিদিন এই বুকে ছবিটি আঁকে।

শিমুল পলাশ রাখি কবিতা গানে

সুর তুলে সুধা ঢালি সকল প্রাণে।

চম্পাকলি থাকে হৃদয় মিশে

একরাশ ফুল দেখে হারাই দিশে!

ফুল বড় প্রিয়ধন সুরভি ঢালে

কে বাসনি ভালো বলো কোন সে কালে?

ফুল দিয়ে মালা হয় আরো হয় তোড়া

প্রিয়জন খুশি হয় দাও জোড়াজোড়া।

বাগানের শোভা বাড়ে, বাড়ে মন বল

ফুল পেয়ে কত জন হাসে ঝলমল।

পবিত্রতা বাড়াতে পাশে রাখো ফুল

বিয়ে বাড়ি ফুল দেখে মনটা আকুল।

এই ফুল শহীদের সমাধিতে লোটে

সভাতেও সেমিনারে মণি হয়ে ওঠে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close