মজনু মিয়া

  ২৫ নভেম্বর, ২০২৩

মন বসে না ঘরে

এমন সময় কেউ কী বলো, থাকতে পারে ঘরে?

দূরের বনে পাখি ডাকে, মিষ্টি মধুর স্বরে!

উঁচু গাছের দু-ডালাতে, বাঁধছে সুখের বাসা;

ডিম দিয়েছে দুটো তাতে, বাসাও ভীষণ খাসা!

বাটুল দিয়ে মারতে গিয়ে, খুঁজে পেলাম বাসা;

হাত বুলিয়ে দেখি বাসা, খড়ের টুকরোয় ঠাসা।

ইচ্ছে ছিল বাচ্চা পাব, পেলাম তায় ডিম দুটো-

নিচে থেকে দেখতে পেলাম, বাসা ছিল ফুটো!

পাখির কথা নাই-বা বলি, বিলে শাপলা ফুল;

শুকিয়ে গেছে বিলের জল, দেখছি নদীর কূল।

সারি সারি জালের কাঠি, জেলে ধরে মাছ-

আমার ভীষণ ইচ্ছে করে, ধরব যে মাছ আজ।

আরো কত কী যে মনে, ইচ্ছে আমার করে-

যেতে চাইলেও দেয় না যেতে, থাকি মায়ের ডরে!

ঘুড়ি আছে, লাটিম কাছে, রং পেনসিলে আঁকি;

এসব কিন্তু সবি মিছে, কেবল মাকে ফাঁকি!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close