অলোক আচার্য

  ২৫ নভেম্বর, ২০২৩

হেমন্ত

এই তো ছিল ধানের ডগায়

কোথায় গেল মিশে?

ঠিক তখনই সকাল বেলার

রোদ উঠলো হেসে।

পা ধুয়ে যায় ঘাসের ডগায়

চলতে গিয়ে মাঠে

শুকনো কাঁদায় নৌকাগুলো

বাঁধা নদীর ঘাটে।

পাকা ধানের গন্ধে ওঠে

ঢেউ খেলানো সুর,

একতারাটা হাতে বাউল

ছোটে অনেক দূর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close