আশরাফ আলী চারু
২৫ নভেম্বর, ২০২৩
হেমন্তের ডাক
পাড়া-গাঁয়ে উৎসবে আজ
পড়ে গেছে সাড়া
এই উৎসবে হেমন্তেরও
বেশ রয়েছে তাড়া।
হেমন্তের ডাক খেজুর গুড়ে
চিড়ামুড়ি খেতে
পাই আনন্দ নবান্ন কাল
আনন্দে রই মেতে।
মাঠে মাঠে ধান কাটার কাজ
ব্যস্ত কৃষক সবে
এই হেমন্ত আসছে আবার
আসছিল সেই কবে!
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন