সরকার জাহিদুল ইসলাম
২৫ নভেম্বর, ২০২৩
প্রশ্ন
কে বানালো সূর্য মা গো
কে বানালো চাঁদ
কে বানালো ঝকমকে দিন
আঁধার কালো রাত।
কে বানালো গাছের পাতা
কে বানালো ফুল
কে বানালো সবুজ টিয়ে
সুরেরও বুলবুল।
কে বানালো সাগর এমন
কে বানালো নদী
কলকলিয়ে বয়ে চলে
কোথায় নিরবধি।
কে বানালো তোমায় আমায়
কে দিলো মা প্রাণ
আজকে আমায় শেখাও তুমি
সেই মহানের গান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন