শাহীন খান
১৮ মার্চ, ২০২৩
আমার স্বাধীনতা

আমার স্বাধীনতা
বঙ্গবন্ধুর ভাষণ
এবং বাবার শাসন
হৃদয় জুড়ে সকল আশা
বুকে পাতা আসন।
আমার স্বাধীনতা
রবির কিরণ কি যে
জোছনাতে যাই ভিজে
তাকে নিয়ে কাব্য লিখি
এই যে আমি নিজে।
আমার স্বাধীনতা
কোকিল পাখির কুহু
দোয়েল ডাকে মুহু
তাকে ঘিরে বসত করে
আমার কায়া রুহু!
আমার স্বাধীনতা
সাতনরি হার, সোনা
হৃদয় দিয়ে বোনা
লাখ শহীদের স্বপ্ন সে তো
কক্ষণো ভুলব না।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন