reporterঅনলাইন ডেস্ক
  ২৮ জানুয়ারি, ২০২৩

শীতের অতিথি

বিল্লাল মাহমুদ মানিক

হেমন্তকাল শেষে

শীতের বুড়ি এসে

বলল আমায়, এই যে খোকা

লাম তোমার দেশে,

হিমেল হাওয়া নিয়ে

শিশির ছোঁয়া দিয়ে

শর্ষে ফুলের সঙ্গী হতে

হলুদ হাসি হেসে।

আমার দেশের থেকে

কুয়াশাতে ঢেকে

তোমার জন্য নিয়ে এলাম

রবিশস্যের মেলা,

পাতাঝরার বেলা।

মজার পিঠাপুলি

দেব হাতে তুলি

খোলো ঘরের দোর,

তোমায় দেব আনন্দ গান

খেজুর রসের ভোর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close